• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

বীরগঞ্জে অবৈধভাবে ধান-চাল মজুদ

  • ''
  • প্রকাশিত ০২ ফেব্রুয়ারি ২০২৪

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে ধান-চাল মজুত করাসহ উপযুক্ত কাগজপত্র না থাকার অভিযোগে চারটি ব্যবসা প্রতিষ্ঠানের নিকট থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত আটটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস। এ সময়ে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার তদন্ত (ওসি) মইনুল ইসলাম, উপজেলার খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোস্তাফিজার রহমান, উপজেলা এলএসডি গোডাউনের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মাহামুদুল হাসান।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাজকুমার বিশ্বাসে নেতৃত্বে সুজালপুর ও মোহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালতে দন্ডাদেশপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে আর জে হাস্কিং , গাওসিয়া হাবিবিয়া হাস্কিং মিল, নানু ট্রেডার্স, মোমেনা ট্রেডিং কে ১০ হাজার টাকা করে মোট ৪০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাজকুমার এই তথ্য নিশ্চিত করে জানান, বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য এই অভিযান পরিচালনা করা হয়েছে। ধান-চালের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এবং সিন্ডিকেট করে যারা চালের দাম বাড়িয়েছে তাদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads